শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::
সিরাজগঞ্জ র্যাব-১২ কর্তৃক গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টা ৩০ মিনিটের সময় র্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন নওগাঁ বাজার ঝংকার বটতলা নামক স্থানে শাহাদাত হোসেনের মুদিখানা দোকানের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জয়রামপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আয়নুল হকের ছেলে মোঃ জহুরুল ইসলাম (৪০) ও শ্রীপুর (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ আব্দুল মজিদ প্রামানিকের ছেলে মোঃ মাসুদ রানা (২৮) উভয় থানা-ভাঙ্গুরা, জেলা- পাবনাদেরকে ৩০০ পিচ ইয়াবা ০৩টি মোবাইলসেট,০৬টি সিমকার্ড ও নগদ ৮ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীরদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।