বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের ঝুঁকিপূর্ণ নলকা সেতুর ওপরে এবং আশেপাশের রাস্তায় মেরামতের কাজ চলায় মহাসড়কের দুপাশে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দূরপাল্লার অনেক বাস সিরাজগঞ্জ শহরের ভেতর দিয়ে চলাচল করছে। তবে বিকেলের মধ্যে মহাসড়ক স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন পুলিশের ট্রাফিক বিভাগ।।

সোমবার (১ নভেম্বর) সকালে নলকা সেতুর ওপরে মেরামত কাজ শুরু করলে সেতুর উভয় পাশে থেমে থেমে এ যানজটের সৃষ্টি হয়।

তবে দুপুর থেকে এর তীব্রতা বাড়ছে। যার ফলে নলকা সেতুর পূর্ব পাশে ঝাঐল ওভার ব্রিজ ও সেতুর পশ্চিম দিকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল এলাকায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) মো. রফিকুল ইসলাম বলেন, নলকা সেতুর ওপর সংস্কার কাজ মাত্রই শেষ হয়েছে কিন্তু আশেপাশের মহাসড়কে রাস্তা মেরামতের কাজ চলছে। যা শেষ হতে ঘণ্টাখানেক লাগবে। একটি লেন বন্ধ করে আরেক লেন দিয়ে গাড়ি ছাড়তে হয়েছে বলে এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে ঘণ্টাখানিক পরেই স্বাভাবিক হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com