শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

সালথায় হাতুড়িপেটা করে পদত্যাগে সই নিয়ে সেই শিক্ষার্থীরা আবার সেই অধ্যক্ষকে ফুলের মালা গলায় দিয়ে কলেজে নিয়ে আসল

মজিবুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
হাতুড়িপেটা করে পদত্যাগে বাধ্য করানো ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের সেই অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানকে ফুল দিয়ে বরণ করে কলেজে নিয়ে এসেছে শিক্ষার্থীরা।

রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রায় দুই কিলোমিটার দূরে থাকা কোয়াটারের বাসা থেকে তার গলায় ফুলের মালা পড়িয়ে দিয়ে তাকে কলেজে নিয়ে আসে শতাধিক শিক্ষার্থী।বাসা থেকে পায়ে হেটে তাকে নিয়ে আসার সময় হামলাকারীদের বিরুদ্ধে নানা ধরণের স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

পরে অধ্যক্ষকে তার কলেজের নিজ কার্যালয়ের চেয়ারে বসিয়ে দেয় তারা।এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকারাও তাকে ফুলের শুভেচ্ছা জানান।

নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মো. হাসিব শেখ, তারিকুল মুন্সী ও নাইমা আক্তার বলেন, আমাদের অধ্যক্ষ স্যার এজকন ভাল মানুষ। মিথ্যা অভিযোগ তুলে কিছুদিন আগে অধ্যক্ষ স্যারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্রে সই নেয় এলাকার একটি সন্ত্রাসী বাহিনী।

ও কতিপয় দুস্কৃতকারী শিক্ষার্থী।এরপর থেকে স্যার অসুস্থ হয়ে বাসায় অবস্থান করছিল। রবিবার সকালে আমরা নব শিক্ষার্থী মিলে স্যারকে তার বাসা থেকে সম্মানের সাথে নিয়ে এসেছি।

তারা আরও বলেন, আমরা অধ্যক্ষ স্যারকে কলেজে দেখতে চাই এবং তার এ পদত্যাগ মানি না।অন্যায়ভাবে যারা স্যারকে পিটিয়ে পদত্যাগে সই করাতে বাধ্য করেছে আমরা তাদের বিচার চাই।আমরা ২৪ ঘন্টার সময় দিয়েছি, এর মধ্যে যদি হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না হয়, তাহলে আন্দোলনে নামতে বাধ্য হবো আমরা।

শিক্ষার্থীরা কলেজে নিয়ে আসার পর অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের শুভবুদ্ধির উদয় হয়েছে।তারা সজিবতা বুঝতে পেরেছে।তাই আমাকে সম্মান দিয়ে বাসা থেকে কলেজে নিয়ে এসেছে।

আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের কাছে চিরকৃতজ্ঞ।পাশাপাশি আমার উপর হামলা ও জোরপূর্বক পদত্যাগপত্রে সই করানোর বিভিন্ন মিডিয়ায় ঘটনাটি প্রকাশ পায়।এতে আমর অনেক উপকার হয়েছে।তাই সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সেই সাথে আমার পাশে দাঁড়ানোর জন্য ইউএনও স্যার, সেনাবাহিনী ও পুলিশের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানকে হাতুড়িপেটা করে পদত্যাগপত্রে সই নেন স্থানীয় প্রভাবশালী কাইয়ুম মোল্যা ও কামরুল গাজীর বাহিনি গং সমর্থকরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com