শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

সলঙ্গা থানার প্রবেশ পথের বেহাল দশা ডেঙ্গু মশার আশঙ্কায় ভুগছে জনসাধারণ ও পুলিশ

মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::

সিরাজগঞ্জের বহুল আলোচিত সলঙ্গা থানায় প্রায় সাড়ে তিন লক্ষ্য মানুষের বসবাস এ থানার আওতায় সেই ব্যস্ততম থানার প্রধান প্রবেশ পথের অবস্থায় লক্কড় ঝক্কড় হয়ে আছে দীর্ঘদিন যাবৎ।

আজ বুধবার (৭ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, নাটোর মহাসড়কের রামারচর নামক স্থান থেকে সলঙ্গা থানার প্রবেশ পথের প্রায় ১ কিলোমিটার রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্ড। সেই সাথে জমে উঠেছে নোংড়া পানির জলাবদ্ধতা যোগাযোগ ব্যাবস্থা ও ডেঙ্গু মশার আশঙ্কায় ভুগছে সাধারণ মানুষসহ সলঙ্গা থানার পুলিশ র্কমকর্তারা।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেড তাজুল হুদা গণমাধ্যমকে জানায়, থানার মেইন প্রবেশ পথ থেকে প্রায় ১ কিলোমিটার রাস্তার বেহাল দশার কারনে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। যথা সময়ে গাড়ী নিয়ে জরুরী অপারেশনে যেতে পারছিনা এটা আমাদের বড় একটা সমস্যা। রাস্তায় খানাখন্ড হয়ে নোংড়া পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে আমরা ডেঙ্গু মশা সৃষ্টির আশঙ্কা করছি তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে আরো ভোগান্তিতে পরতে হবে সলঙ্গা থানাবাসিকে। আমি উর্দ্ধতন কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেল, আমি সংশ্লিষ্ট এল,জি,ই,ডি দপ্তরে জানিয়েছি তারা রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোন রকম ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে জানার জন্য রায়গঞ্জ এল,জি,ই,ডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলামের মুঠফোনে যোগাযোগ করতে চাইলে তিনি প্রতিবেদকের ফোনটি বারবার কেটে দেয় তাই তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com