সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:৩১ অপরাহ্ন

রাণীশংকৈলে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল শান্তা কমিউনিটি সেন্টারে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

রোববার (১৫ মে) গোপন ব্যালটের মাধ্যমে ৩টি পদে নির্বাচন সম্পন্ন হয়।

সম্মেলনে সভাপতি পদে বিএনপির সাবেক সম্পাদক আতাউর রহমান (২৯৫) ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল আলম (২৫৫) ভোট পান। সম্পাদক পদে নন্দুয়ার ইউনিয়ন সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ (২২৩) ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা প্রচার সম্পাদক নুর নবী (১৮৫), পৌর সহ-সভাপতি মাহমুদুন নবী পান্না বিশ্বাস পায় (১৪২) ভোট পান এবং সাংগঠনিক সম্পাদক পদে মোখলেসুর রহমান বকুল মজুমদার (৩১১) ও আফাজ হোসেন (২৩৫) ভোট পেয়ে নির্বাচিত হন।

উল্লেখ্য, দ্বি-বার্ষিক সম্মেলনে মোট ভোটার ৫৬৮ জন, ভোটাধিকার প্রয়োগ করেন ৫৫১ জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বদিউজ্জামান, সহকারি কমিশনার নুর করিম ও বাদল। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা সমন্বয়ক সুলতানুল ফেরদৌস চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ জয়নাল আবেদীন, সাবেক সভাপতি আইনুল হক মাষ্টার, পীরগঞ্জ উপজেলা সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com