মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বকসা সুন্দরপুর স্কুল মাঠে বিএনপি’র ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নেতাকর্মিদের তোপের মুখে পড়েন জেলা নেতারা।
বাচোর ইউনিয়নে বকসা সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান বক্তা জেলা সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সম্মানিত অতিথি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ্যাডঃ জয়নাল আবেদিন, উদ্বোধক জেলা সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা কমিটির সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি মাহাবুব আলম, যুগ্ন সম্পাদক ফেরদৌশ আলম মানিক, পৌর সহ-সভাপতি মাহামুদুল নবী পান্না বিশ্বাস, ইউনিয়ন সভাপতি মানিক, সম্পাদক আল্লামা আল-ওয়াদুদ বিন নুর, পৌর সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় দলীয় নেতাকর্মিদের তোপের মুখে পড়েন জেলা নেতারা। সেখানে ভোটের ফলাফল প্রকাশ না করে পৌর শহরে এক নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এসে ফলাফল ঘোষণা করে সটকে পড়েন। এতে সভাপতি পদে জাহিদুর রহমান, সম্পাদক পদে সাদেকুল ইসলাম স্বপন ও সাংগঠনিক সম্পাদক পদে মোকশেদ আলী নির্বাচিত হয়।