সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে মঙ্গলবার (৫ মার্চ) আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
কৃষিই সমৃদ্ধি এ শ্লোগানে খরিপ-১/২০২২-২০২৩ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৩৬০০ কৃষকের মাঝে বিনামুল্যে পাট বীজ, রাসায়নিক সার ও আউশ ধান বীজ বিতরণ করা হয়।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, কৃষিবিদ কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। উপসহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মদ, বিএনপি নেতা আলিফ।