সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে বলে শনিবার রাত ৮টায় নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম জাহিদ ইকবাল শনিবার মুঠোফোনে এই প্রতিনিধি কে জানান, গত বুধবার বাচোর ইউপি নির্বাচনের ৩নং ওয়ার্ডের নির্বাচনী ফলাফল পরবর্তী সহিংসতার ঘটনায় পৃথক তিনটি মামলা রাণীশংকৈল থানায় দায়ের হয়েছে।
ওসি জানান, ৩নং ওয়ার্ডের ভিএফ নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে ইউপি সদস্যর ফলাফল পরবর্তী সহিংসতার জন্য ওই ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রাণীশংকৈল ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক খতিবর রহমান বাদী হয়ে ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা করেছেন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীকে অবৈধভাবে আটক রাখার অপরাধে থানার এ এস আই আহাদুল ইসলাম বাদী হয়ে ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা আসামী করে মামলা করেছেন। অপরদিকে থানা ঘেরাও করার অপরাধে এ এস আই বিলাস বাদী হয়ে ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন।
রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল শনিবার রাত ৮টায় মুঠোফোনে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় মামলা তিনটি থানায় দায়ের করা হয়েছে। মামলাগুলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।