মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি॥ রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের গোপালপুর হযরত শাহ জঙ্গী (রহঃ) দরগাহ শরীফ এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ওয়ান শুটার গান সহ মোঃ দেলোয়ার মোল্লা (২৪)কে আটক করেছে র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। আটককৃত দেলোয়ার মোল্লা মুলঘর ইউনিয়ন পাড়সাদিপুর গ্রামের মৃত আঃ খালেক মোল্লার ছেলে।
জানা যায়, ১১ মার্চ রাত আনুমানিক ৩টার সময় র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র সহ ঐ সন্ত্রাসীকে আটক করে।
উল্লেখ্য, উক্ত দরগাহ শরীফে ১০ দিন ব্যাপী চলমান ওরস শরীফ উপলক্ষে আয়োজিত বিচার গান অনুষ্ঠানে গোপনে অস্ত্র নিয়ে অবস্থান করলে তার গতি-বিধি সন্দেহ জনক মনে হওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অনুষ্ঠানে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে প্রথমে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরী সক্রিয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে ০১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।