রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
রাজবাড়ী প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেছে হাজারো মানুষ।
২০ ফেব্রুয়ারী রাত ১১টার পর থেকে শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সকল শ্রেণীপেশার মানুষ সমবেত হতে থাকে।
২১ফেব্রুয়ারী রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারের বেদীতে প্রথমে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন, শিক্ষা প্রতিমিন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
পরে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার সালমা বেগম পিপিএম পিপিএম এর নেতৃত্বে জেলা পুলিশ, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহাবুবুল হকের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক ও সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিনের নেতৃত্বে অন্যান্য সদস্যবৃন্দ, দৈনিক মাতৃকন্ঠ পরিবার, রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক দেবাশিস বিশ্বাস নেতৃত্বে সদস্যগণ, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউসুফ মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ শিহাবুর রহমানের নেতৃত্ব সদস্যগণ জেলা শিল্পকলা একাডেমী, মৈত্রী থিয়েটার, জেলা জাসদ, দৈনিক রাজবাড়ীকন্ঠ, জেলা কারাগার, সরকারী কর্মচারী সমন্বয় পরিষদসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়েছে।