বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি:: রাজবাড়ীতে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র মামলাকে মিথ্যা দাবি করে মামলাটি সুষ্ঠু পুঃনতদন্ত ও প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মানিক মোল্লা (৩০) নামে এক যুবক।
রোববার (২৯ জুন) দুপুরে রাজবাড়ী পৌরসভার ছোট নুরপুর গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে মানিক দাবি করেন, তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি তার ঘরের ওয়ারড্রবে একটি ওয়ান শুটারগান রেখে তাকে র্যাব দিয়ে গ্রেফতার করায়। এ ঘটনায় পরদিন ২০ ফেব্রুয়ারি র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে। ওই বছরের ৩১ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন।
এ মামলায় ১০ মাস জেল খাটার পর বর্তমানে জামিনে রয়েছেন মানিক। নিজেকে নির্দোষ দাবি করে মামলাটি প্রত্যাহারের দাবি জানান তিনি।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানিকের বাবা মো. কোরবান আলী মোল্লা, মা মাজেদা জলি ও শাহেদা খাতুনসহ প্রতিবেশীরা।