শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

রাজবাড়ীতে নতুন করে ১২ জন করোনা আক্রান্ত

খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি::

রাজবাড়ীতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছেই। আজ বুধবার (৩ জুন) নতুন করে আরো ১২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমন পাওয়া গেছে।

রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ১২২ জনের নমুনার মধ্যে আজ প্রাপ্ত তথ্য মতে ১২ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে রাজবাড়ী সদরের ২ জন, গোয়ালন্দ ১০ জন। জেলায় মোট এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৭৪ জন।

তিনি আরো বলেন, গোয়ালন্দের সবাই নবু ওসিমুদ্দিন পাড়ার বাসিন্দা। আপনারা জানেন এই গ্রামের একজন আগেই রাজবাড়ী ২জন চন্দনী ও হোগলাবাদী গ্রামের বাসিন্দা। সারা দেশের মত আমাদের রাজবাড়ীতেও হয়ত আক্রান্ত রোগীর সংখ্যা বাড়বে, সবাইকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা সম্ভব হবে না, আসলে কোন দরকারও নেই। আমরা কিছু রোগী বাড়িতে রেখেই চিকিৎসা করতে চাই। পাড়া প্রতিবেশী ও স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতা অত্যান্ত গুরুত্বপূর্ণ। সবাইকে সামাজিক ভীতি তৈরি না করার আহ্বান জানান। স্বাস্থ্য বিভাগ, প্রশাসন ও পুলিশ রাজবাড়ীবাসীর পাশে আছে। নতুন আক্রান্তদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com