শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি::
“অভিগম্য আগামী র পথে পথে” এই শ্লোগানে রাজবাড়ীতে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি র্যলী বের করা হয়। র্যলী শেষে প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
আলোচনা সভায় রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস র সভাপতিত্বে , বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, রাস র নির্বাহী পরিচালক লুতফর রহমান লাবু, ডাক্তার আসমা আক্তার সহ প্রতিবন্ধী সংস্থা র প্রতিনিধিরা।