শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
রাঙামাটি প্রতিনিধি:: রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন বান্দরবান সীমান্তবর্তী এলাকায় উপজাতীয় দুই গ্রুপের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায়। সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজস্থলীর গাইন্দা ইউনিয়নের বান্দরবান জেলার সীমান্তবর্তী কেচিংপাড়া এলাকায় মঙ্গলবার সকাল ১০টার সময় মগ লিবারেশন আর্মির একদল সশস্ত্র সন্ত্রাসী বান্দরবান থেকে রাঙামাটিতে প্রবেশের সময় কেচিংপাড়াস্থ গভীর অরণ্যে উপজাতীয়দের অপর একটি দলের সশস্ত্র সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার শুরু করে। এসময় উভয়পক্ষই গোলাগুলিতে লিপ্ত হয়।
মগ লিবারেশন আর্মির সদস্যদের লক্ষ্য করে পাহাড়ের চূড়ায় অবস্থান নেওয়া অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই মগপার্টির তিন সদস্য নিহত ও দুই সদস্য আহত হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
রাজস্থলীর ২নং গাইন্দা ইউনিয়নের চেয়ারম্যান পুচিংমং মারমা জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনেছি। তবে ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায়।