শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সুস্থ বিনোদনের মাধ্যমে যুব সমাজকে বিভিন্ন খেলা-ধুলার জন্য মাঠমুখী করতে আমাদের সকলকেই উৎসাহ যোগাতে হবে। মাদকের করাল গ্রাস থেকে আজকের যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধূলা চর্চার বিকল্প নেই। যুবকদের অভিভাবকদেরকেও নজর রাখতে হবে তার অতি আদরের সন্তানের প্রতি। যুবকরাই পারে সমাজ ও দেশ থেকে চিরতরের জন্য মাদক এবং জঙ্গিবাদ নিরমুল করতে। তিনি গত শুক্রবার দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশ^ানপুর এস. সি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ঈশ^ানপুর মুটুনী হাট একাডেমি ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট-এর ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন পূর্বক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠিত আলোচনা সভায় রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আতাউর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশিল চন্দ্র রায়। অন্যান্যদের মধ্যে রাখেন রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক এলাকার পরিচালক ও সভাপতি আলহাজ্ব মো. মাজেদুর রহমান খোকন প্রমুখ। অনুষ্ঠিত ফাইনাল খেলায় নশিপুর ঝটিকা যুব সংঘ বনাম রামডুবি যুব সংঘ প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন। খেলার ফলাফলে রামডুবি যুব সংঘকে ২-০ গোলে হারিয়ে নশিপুর ঝটিকা যুব সংঘ বিজয়ী হয়।