বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ ॥ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বারইখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া বাজার থেকে ইয়াবা সহ এক যুববককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জামিরতলা গ্রামের মৃত. আব্দুল গনি হাওলাদারের পুত্র মাদক ব্যবসায়ী মিজান হাওলাদার (৩২) কে আটক করে। এসময় তার কাছ থেকে ৮০৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
থানা অফিসার ইনচার্জ রাশেদুল আলম গোপন সংবাদের ভিত্তিতে নিজেই এই অভিযান পরিচালনা করে ইয়াবা সম্রাট মিজানকে তেতুলবাড়িয়া বাজার থেকে আটক করতে সক্ষম হয়। মিজান খুলনা থেকে বিক্রির উদ্দেশ্যে এ ইয়াবার চালান নিয়ে মোরেলগঞ্জে আসে।
তিনি আরো জানান, মিজানের গড ফাদারদের কারা আর এ ব্যবসার সাথে যুক্ত রয়েছে এ তথ্য উৎঘাটনের চেষ্টা চালানো জন্য জিজ্ঞাসাবাদ চলছে।