বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

মোরেলগঞ্জ শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতর

শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষকদের ১৫দিন ব্যাপি ২য় ব্যাচের আইসিটি প্রশিক্ষণের সমাপনি ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান ১১ মার্চ রোববার বিকেলে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আইসিটি ট্রেনিং রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন। আইসিটি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে প্রশিক্ষণের মূল্যায়ন নিয়ে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান।
এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষক লিপিকা রানী মিস্ত্রি, এনামুল হক ও বুরহানে সুলতান প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি প্রশিক্ষানার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
২য় ব্যাচের সমাপণী মূল্যায়ন পরীক্ষায় ১ম স্থান অধিকার করেন সুনীল কুমার মিস্ত্রি, ২য় স্থান আিধকার করেন মোল্লা মোস্তাফিজুর রহমান ও ৩য় স্থান অধিকার করেন জিয়াউদ্দিন তালুকদার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com