বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

মোরেলগঞ্জ বাবাকে হত্যার ঘটনায় ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

মো: শামীম আহসান, মোরেলগঞ্জ ॥ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে বৃদ্ধ পিতা ইদ্রিস হাওলাদার (৭০) কে গলাকেটে হত্যার ঘটনায় ছেলে লাল মিয়া হাওলাদার সহ ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে ইদ্রিস হাওলাদারের ছোট ছেলে চান মিয়া বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী ঘাতক ছেলে লাল মিয়া হাওলাদার। ঘাতক লাল মিয়া পিতাকে হত্যার ঘটনা স্বীকার করেছে। পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা দাওটি উদ্ধার করেছে।

মামলার অন্যান্য আসামীরা হল- লাল মিয়ার স্ত্রী বিউটি বেগম, ছেলে পারভেজ, পারভেজের স্ত্রী সোনিয়া বেগম ও শ্যালক পলাশ শিকদার।

সূত্র জানায়, লাল মিয়া ৬ মাস পূর্বে পরকীয়া প্রেমে পড়ে দ্বিতীয় বিয়ে করে। এ নিয়ে স্ত্রী, ছেলে ও শ্যালক পলাশ শিকদারের সাথে মনোমালিন্য চলে আসছে। আর এর জের ধরে পারিবারিক কলহ চরম পর্যায়ে চলে যায়। এ অবস্থায় লাল মিয়া হাওলাদার পিতাকে হত্যা করে এদের ফাঁসানোর চেষ্টা করে।

থানা অফিসার ইনচার্জ ঠাকুরদাশ মন্ডল জানান, ঘাতক পুত্র পিতাকে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com