বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

মো: শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ ১০৯নং উত্তর সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সোমবার বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি ১৪নং বারইখালী ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো: শাহ আলম হাওলাদার, এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় ও পুরস্কার বিতারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম সি কমিটির সভাপতি ইউপি সদস্য মো: আব্দুল লতিফ মির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্ব প্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসার স্বজল কুমার মহলী, মোরেলগঞ্জ সদর ক্লাষ্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা শর্মিষ্ঠা মন্ডল ও ফুলহাতা ক্লাষ্টারের সিনিয় সহকারী শিক্ষা কর্মকর্তা সুবির কুমার ঘোষ, অন্যান্নদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, বারইখালী ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ছবুর মোল্লা, সাধারন সম্পাদক আবুল হোসেন শ্যামল, ইউপি সদস্য আবুল বাসার কিয়ার, ইউ: আওয়ামীলীগ সহ সভাপতি নাজমুন নাহার, স্বেচ্ছাসেবকলীগ যুগ্ন আহবায়ক মো: মিরাজ হোসেন, মোঃ রুবেল খলিফা, ছাত্রনেতা ইমরা হোসেন বাচ্চু। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক –শিক্ষিকা, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী সহ সুধিজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com