বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শামীম আহসান মল্লিক,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, পান্তা-রুই সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে শেষ হয়। উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু , উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. আলমগীর হুসাইন, জেলা পরিষদের সদস্য আফেরোজা আকতার লিনা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, থানা অফিসার ইন চার্জ (তদন্ত) আলমগীর কবির এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রায় এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়,মোরেলগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, লতিফিয়া সিনিয়র মাদ্রাসা, আবু হুরাইরা আদর্শ দাখিল মাদ্রাসা, আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, মোরেলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ পৌর সভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুধিজন,সাংবাদিকবৃন্দ অংশ নেয়। পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে পান্তা-রুইয়ের আয়োজন করা হয়।
একইদিনে মোরেলগঞ্জ এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা। দুইদিন ব্যাপি অনুষ্ঠিত এ মেলার উদ্ধোধন করেন পৌর মেয়র ও এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. মনিরুলহক তালুকদার ।