বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

মোরেলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ থেকে॥ বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

বুধবার (১১ জুলাই) দৈব্জ্ঞহাটী ইউনিয়নের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

দৈবজ্ঞহাটী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এ খেলায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার বিশ^জিৎ কর্মকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী। অত্র ইউনিয়নের ২০ টি প্রাথমিক বিদ্যালয়ে এ খেলায় অংশ গ্রহন করেন। বঙ্গবন্ধু খেলায় ১৩৯ নং গাজীরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে চ্যাম্পিয়ান এবং রানার্সআপ হন ২৭ নং বুরুজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ১৭৯ নং পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে চ্যাম্পিয়ান এবং রানার্সআপ ২৩ নং সাগরকাঠী কেশরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা সার্বিক পরিচালনা করেন পরিতোষ দাস, ২৭ নং বুরুজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজান, ২৫ জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, ২৬ নং দক্ষিন জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, ২৪০ দৈবজ্ঞহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদার আসলাম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com