বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মো: শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার সকালে উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষকদরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও ১২৩নং মোরেলগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের ( ফেস-৩) প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. মহিউদ্দিন আহম্মেদ।
উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপবৃত্তি বিষয়ক জেলা মনিটরিং অফিসার মো. আসাদুজ্জামান, ইউআরসি ইন্সষ্ট্রাকটর বাবলু রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিশ^জিৎ কর্মকার, মো. জাকির হোসেন, শর্মিষ্ঠা মন্ডল, অসীম কুমার সরকার,সজল মহলী। অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হাওলাদার, রবিন্দ্রনাথ বিশ^াস, রমেন্দ্রনাথ বিশ^াস, তালুকদার ওমর ফারুক, কামরুল ইসলাম বাবলু, শাহ আলম হাওলাদার, আব্দুর জব্বার হাওলাদার, আবুল বাসার খান, মনিরুজ্জামান মনির, শংঙ্কর মজুমদার, দারুল ইসলাম, মশিউর রহমান মশু, মিরাজুল ইসলাম খসরু, ওবায়দুর রহমান বিপ্লব, মল্লিক জাকির হোসেন, অলমগির হোসেন, মিজানুর রহমান মিজান, তানজিমা আক্তার ডালিয়া, রেহেনা পারভীন রিয়া, মাষ্টার আকবার আলী, মষ্টার আব্দুল হান্নান, রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
প্রধান অতিথি বলেন, উপবৃত্তি সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। উপবৃত্তির প্রাপ্যতায় সুবিধাভোগীদের মোবাইল নম্বর যথাযথ প্রদানের ব্যবস্থা করতে হবে। সমন্বয় সভায় উপজেলা ৩০৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com