রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি:: ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে পবিত্র ওরশ শরীফে যোগ দিতে আঞ্জুমান-ই-কাদেরীয়ার সভাপতি কাজী ইরাদত আলীর নেতৃত্বে ২হাজার ১শত ৫৮জন যাত্রী নিয়ে রাজবাড়ী রেল স্টেশন থেকে ১৫ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১০টায় ২৩টি বগি সম্বলিত একটি বিশেষ ট্রেন ভারতের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এ বিশেষ ট্রেনটি মেদিনীপুরের মির্জা মহল্লায় অবস্থিত জোড়া মসজিদে অনুষ্ঠিত হবে এ পবিত্র ওরশ শরীফ । পবিত্র ওরশ শরীফ শেষে শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশেষ ট্রেনটি রাজবাড়ী ফিরে আসবে।
আঞ্জুমান-ই-কাদেরীয়ার সভাপতি কাজী ইরাদত আলী জানান, মেদিনীপুরে নূরনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ৩৩তম ও গাউস-উল-আযম বড় পীর সৈয়দেনা হযরত আব্দুল কাদের জিলানী(আঃ) পাক এর ২০তম অধস্তন পবিত্র বংশধর আলী আব্দুল কাদের সামছুল কাদের হযরত সৈয়দ শাহ মোরশেদ আলী আল কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী (আঃ) মশহুর নাম ‘মওলাপাক’-এর ১১৭তম বার্ষিক ওরশ শরীফ ১৬ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাতে জোড়া মসজিদ মির্জা মহল্লা মেদিনীপুরে উদযাপিত হবে।
পবিত্র ওরশ শরীফ পরিচালনা করবেন রাসুল(সাঃ) পাক এর ৩৬তম ও গাউস-উল-আযম বড় পীর আব্দুল কাদের জিলানী(আঃ) পাক এর ২৩তম অধস্তন পবিত্র বংশধর জিল্লে ইলাহী, বেলায়েতের রবি, গাউসে জামান লাখো ভক্তের আকা ও কেবলা কাদেরীয়া তরীকার সাজ্জাদানশীন বড় হুজুরপাক হযরত সৈয়দ শাহ্ রশিদ আলী আল কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী মাদ্দাজিলুহুল আলী।
বিশেষ ট্রেনে ওরশ যাত্রীদের মধ্যে রয়েছে ৮০ জন স্বেচ্ছাসেবক ও চিকিৎসক সহ পরুষ ১২০৯ জন, মহিলা ৮৭৭ জন, শিশু ৭২ জন সহ মোট ২১৫৮ জন। ওরশ যাত্রীদের মধ্যে রাজবাড়ী, পাবনা, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার যাত্রী রয়েছেন।