বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

মিরপুর থেকে সংগীতশিল্পী নোবেল আটক

মিরপুর থেকে সংগীতশিল্পী নোবেল আটক

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বিতর্কিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল নেশাগ্রস্ত অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে ফের গ্রেফতার হয়েছেন।

শনিবার মধ্যরাতে রাজধানীর মিরপুর পাইকপাড়া থেকে তাকে আটক করা হয়েছে।

ডিএমপির মিরপুর বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করায় রাতে নোবেলকে আটক করে থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওই উবার চালক জানান, উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেটকার ভাড়া করে গন্তব্যস্থল পাইকপাড়া হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন কণ্ঠশিল্পী নোবেল ও তার স্ত্রী। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। এভাবে তারা দুজন তর্কে জড়ালে একপর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে ড্রাইভার আকবর হোসেনকে মারধর করেন। ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হন এবং নোবেল জনতার তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশ। আটক করা হয় নোবেল, ভাড়ায় চালিত গাড়ি ও ড্রাইভারকে। শনিবার মধ্যরাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বলেন, নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এর আগে গত ২৪ জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে জামিনের আদেশ দেন। আদালতে জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষ থেকে জামিনের বিরুদ্ধে কোনো আপত্তি না থাকায় তাকে জামিন দেন আদালত। গত ২০ মে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com