শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি, একুশের কণ্ঠ:: সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড এবং ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় আরো ১৭ আসামিকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত এ রায় ঘোষণা করেন।

মামলার ৩২ আসামির মধ্যে একজন পলাতক। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন—সাইফুল, নজরুল, সদরুল, সিরাজ, জামাল, শাহিন, আব্দুল জলিল ও আনোয়ার। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ইলিয়াছ, আব্দুন নুর, জয়নাল, আশিক, আছকির, ফরিদ ও আকবরকে। আদালতের এপিপি কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এতে বাধা দেন নজির উদ্দিন, তার চাচাত ভাই মানিক মিয়া ও ভাতিজা দশম শ্রেণি পড়ুয়া সুমেল মিয়া। বাগবিতণ্ডার একপর্যায়ে সাইফুল আলমের বন্দুকের সুমেল মিয়া নিহত হয়। এ সময় সুমেলের বাবা ও চাচাসহ ৪ জন গুলিবিদ্ধ হন।

সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা। বিশ্বনাথ থানার তৎকালীন ওসি (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী দীর্ঘ তদন্ত শেষে ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করেন। মামলায় ২৩ জন সাক্ষ্য দেন।

আদালতের এপিপি কামাল হোসেন জানিয়েছেন, গত ১৩ জুলাই এ মামলায় যুক্তি-তর্ক শেষে ৩০ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করা হয় এবং ৩০ আসামিকে কারাগারে পাঠানো হয়। মামলার ৩২ আসামির মধ্যে এজাহারনামীয় আসামি মামুনুর রশীদ পলাতক এবং প্রধান আসামি সাইফুল আটকের পর থেকে প্রায় পৌনে ৪ বছর ধরে কারাগারে আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com