শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
“রাখিব নিস্কন্টক জমি, করবো সবাই ই নামজারি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১০ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯ পালনের অংশ হিসেবে আজ সোমবার দুপুরে বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়ন ভূমি অফিসে সেবা ক্যাম্প করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান।
এসময় আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দীন আহমেদ, সাবেক চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম চৌধুরী, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মোঃ রশিদুল ইসলাম সহ স্থানীয় ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন।