বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
১১ থেকে ১৯ বছরের সকল কিশোরীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার লক্ষে আজ মঙ্গলবার (২৮ মে) সকালে বোচাগঞ্জ উপজেলার বাতাসন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে গুডনেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির আয়োজনে বকুলতলা বালিকা উচ্চ বিদ্যালয়, ইশানিয়া ও বাতাসন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ২৫০জন কিশোরীর অংশ গ্রহনে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন করে।
বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ম্যানেজার রতন বালার সভাপতিত্বে এবং শিক্ষা ও সুরক্ষা বিষয়ক কর্মকর্তা ফারহানা রিফাত এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আঞ্জুমানয়ারা খানম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যথাক্রমে বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ সিডিপির মেডিক্যাল অফিসার ডাঃ আবু তাহের সবুজ, এসিস্টেন্ট ম্যানেজার মোঃ কামাল উদ্দীন, বাতাসন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ ওহাইদুর রহমান, বাতাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ হাসনা হেনা বেগম প্রমুখ।