রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

বেনাপোল সীমান্তে সাড়ে ১৬ কেজি স্বর্ণসহ আটক ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি:: ভারতে পাচারের সময় যশোরের বেনাপোলে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি সোনার বার জব্দ করেছে বিজিবি। এসময় দুজনকে আটক করা হয়।

বুধবার রাত সাড়ে ৯টায় বেনাপোলের আমড়াখালি সীমান্ত থেকে এ সোনার বার উদ্ধার করা হয়।

আটক পাচারকারীরা হলেন, ওমর ফারুক (২৭) ও ফরহাদ হোসেন (৩২)।

বিজিবি জানায়, ভারতে পাচারের সময় বিজিবি তাদের অটক করে বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পরে তাদের দেহ তল্লাশী করে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২ পিস সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য সাড়ে ১৬ কেটি টাকা।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সোনার একাংশের মালিক স্থানীয় বড় আচড়া গ্রামের ক্ষীতিষ চন্দ্র্র দের ছেলে অশোক কুমার দে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মিনহাজ আহমেদ সিদ্দিকি জানান, ভারতে পাচারের সময় আমড়াখালি সীমান্ত থেকে বিজিবির সদস্যরা ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বার জব্দ করেছে। এ ঘটনায় মামলার প্রকৃয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com