মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

বেনাপোল চেকপোস্টে আংটিতে ব্যবহৃত ৯ হাজার পাথর জব্দ

শার্শা (যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোল চেকপোস্ট কাস্টমসে এক যাত্রীর কাছে আংটিতে ব্যবহৃত বিভিন্ন রংয়ের ৯ হাজার পাথর জব্দ করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। অভিযুক্ত যাত্রী তাজুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার বখরপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

রোববার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার সময় ভারত থেকে ফিরে আসার পথে তাজুল ইসলাম নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব পাথর জব্দ করে শুল্ক গোয়েন্দা। কাস্টমস কর্মকর্তারা পাথর জব্দ করে যাত্রীকে ছেড়ে দেয় বলে জানা গেছে।

কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, পাসপোর্ট যাত্রী তাজুল ইসলাম ভারত থেকে ফিরে কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করে বের বের হওয়ার চেষ্টা করে। এ সময় যাত্রীর চলাফেরা দেখে সন্দেহ হয় কাস্টমসে থাকা শুল্ক গোয়েন্দা সদস্যদের।

পরে শুল্ক গোয়েন্দা সদস্যরা যাত্রীর ব্যাগ তল্লাশি করে লুকিয়ে রাখা আংটিতে ব্যবহৃত বিভিন্ন রঙের ৯ হাজার পিস পাথর পাওয়া যায়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পাথরসহ যাত্রীকে চেকপোস্ট কাস্টমস রাজস্ব কর্মকর্তাদের কাছে সোপর্দ করা হয় বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com