শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

বীরগঞ্জ মেয়র পদে সতন্ত্র প্রার্থী রেজওয়ানুল ইসলামের গণসংযোগ

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি::

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে সতন্ত্র প্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু জগ প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ শুরু করছেন। বীরগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে ১৫ এপ্রিল জগ প্রতীক নিয়ে সতন্ত্র মেয়র প্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু বিজয় নিশ্চিত করার লক্ষে পৌর শহরের প্রতিটি বাড়ী, দোকান, দোকান মালিক ও কর্মচারীদের হাতে হ্যান্ডবিল দিয়ে জগ মার্কায় ভোট প্রার্থনা করছেন।

পৌর শহরের বাসিন্দা রেজওয়ানুল ইসলাম রিজু ২টি ইট ভাটা মালিক, বিএনপির অন্যতম নেতা, বিশিষ্ট্য ঠিকাদার ও সাবেক ভিপি। তিনি বিএনপি সহ সকল সহযোগি সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন পেশার সুভাকাংক্ষিদের নিয়ে জগ মার্কার প্রতীক এর হ্যাবিল দিয়ে ভোটা ও সাধারন জনগনের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছেন।

মেয়র প্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু জানান, সরকারী দলের ৩ জন প্রার্থী ও সর্মথকের হুমকি-ধামকি উপেক্ষা করে ভোটারদের ভালবাসার আশায় জগ প্রতীক নিয়ে বিজয় নিশ্চিত করতে ভোটারের দ্বারে দ্বারে ও ব্যাবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট প্রার্থনা করে ব্যাপক সারা পেয়েছি। আল্লাহতালা আমাকে অনেক কিছুই দিয়েয়েছেন, আমি জনগনের পাশে থেকে সেবা করার লক্ষেই নির্বাচনে প্রতিদন্দীতা করছি। আমার বিশ্বাস জগ প্রতীক এর বিজয়ে কোন বাধা বা শক্তিই ভোটারদেরকে পিছপা করতে পারবেনা ইনসাল্লাহ।

উল্লেখ্য, সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীরগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা হানিফ পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করায় পদটি শুন্য হয়ে যায়। উপ-নির্বাচনে মেয়র পদে সরকারী দলের ৩ জন প্রার্থী, ১ জন আ’লীগ মনোনিত ও ২ জন বিদ্রোহী সতন্ত্র সহ ৪ জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন। আ’লীগের মনোনিত দিনাজপুর জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুর ইসলাম নুর (নৌকা প্রতীক), বিদ্রোহী সতন্ত্র প্রার্থী পৌর আ’লীগ সভাপতি মোশারফ হোসেন বাবুল (মোবাইল ফোন প্রতীক) তিনি পরপর ২বার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হয় এবং অপর বিদ্রোহী সতন্ত্র প্রার্থী বীরগঞ্জ পৌর বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বাব্বায়ক দেলওয়ার হোসেন আবু (তালগাছ প্রতীক) নিয়ে নির্বাচন করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com