শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

বীরগঞ্জে উপজেলা নির্বাচনে ৩ পদে ১৭ জনের মনোনয়ন পত্র জমা

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি::

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদে ৫ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ৯ জন ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নুর-ই-আলম এর নিকট চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।

তারা হলেন- আওয়ামীলীগের মনোনীত সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, সতন্ত্র প্রার্থী আ’লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম চৌধুরী (বাবুল), সতন্ত্র প্রার্থী আ’লীগ নেতা মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু দীনেশ চন্দ্র মহন্ত, সতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, সতন্ত্র প্রার্থী জাপা নেতা আবুল মান্নান।

ভাইস চেয়ারম্যান পদে ৯ জন সতন্ত্র প্রার্থী হলেন- সাতোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিন্দ্র নাথ গোবিন বর্মণ (গোবিন), নিজপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এফএম আব্দুল মজিদ, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক এলাকা পরিচালক আইয়ুবুল ইসলাম মিন্টু, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল খাইর, আওয়ামী লীগ নেতা লিমন সরকার, বীরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতা দীপংকর রাহা বাপ্পি, বীরগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মো. মোনায়েম মিয়া ও আকরামুজ্জামান রাসেল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সতন্ত্র প্রার্থী হলেন- বীরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর উপজেলা মহিলা লীগ সাধারন সম্পাদক অনিতা রানী রায়, সাবেক ভাইস চেয়ারম্যান মোছা: শাহানাজ পারভীন ও মোহনপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আয়েশা আক্তার বৃষ্টি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com