শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

বিএনপির সঙ্গে সব দ্বন্দ্ব মিটিয়ে মিলেমিশে থাকতে চাই: রয়টার্সকে জয়

সজীব ওয়াজেদ জয়

নিজস্ব প্রতিবেদক:: বিএনপির সঙ্গে যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে আওয়ামী লীগ মিলেমিশে থাকতে চায়’ বলে জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ওয়াশিংটনে বসবাসরত জয়।

গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর দুদিন পর ৭ আগস্ট ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের প্রতিশোধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

সজীব ওয়াজেদ খালেদা জিয়ার এই নির্দেশকে সাধুবাদ জানিয়ে বলেন, “বিএনপির সঙ্গে যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে আওয়ামী লীগ আগ্রহী।”

“যা হয়ে গেছে, হয়ে গেছে”- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এ বক্তব্য উদ্ধৃত করে সজীব ওয়াজেদ আরও বলেন, “আমি খুবই খুশি। আমিও তা ই বলছি- আসুন, আমরা অতীতকে ভুলে সামনের দিকে অগ্রসর হই, প্রতিশোধের রাজনীতিকে প্রশ্রয় না দিই।”

“আমরা মিলেমিশে থাকতে চাই”-বলেন শেখ হাসিনার ছেলে জয়।

শেখ হাসিনা পদত্যাগ করেননি দাবি করে জয় বলেন, “তার পরিকল্পনা ছিল একটি বিবৃতি দেওয়ার পর পদত্যাগপত্র জমা দেয়ার।”

কিন্ত আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রা শুরু করে দেওয়ায় সময়ের অভাবে তা সম্ভব হয়নি বলে জানান সজীব ওয়াজেদ।

“এমনকি আসার আগে গোছানোর সময়ও তার কাছে ছিল না। তাই সাংবিধানিকভাবে, এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী।” বলেন জয়।

সংসদ বিলুপ্ত করার ঘোষণাকে আদালতে চ্যালেঞ্জ জানাবেন বলেও ইঙ্গিত দেন তিনি।

জয় জানান, ড. ইউনূসের নতুন সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করলে আওয়ামী লীগ সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

“আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে’ এমন বিশ্বাস সজীব ওয়াজেদের।

“যদি না আসে, সেক্ষেত্রে আমরা বিরোধী দল হবো। কোনো সমস্যা নেই,” বলেন জয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com