সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১১:১২ অপরাহ্ন

বাল্যবিয়ে দিতে যাওয়া মেয়ের বাবাকে ৬ মাসের কারাদণ্ড

যশোর প্রতিনিধি ॥ যশোর জেলা প্রশাসনের তৎপরতায় ১০ম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর বিয়ে বন্ধ করা হয়েছে। বাল্যবিয়ে আয়োজনে সংশ্লিষ্টতা থাকায় মেয়ের বাবা মো. শামীমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ এ আদালত পরিচালনা করেন। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ বলেন, যশোর শহরের সিটি কলেজ পাড়ার ৩ নম্বর কলোনীর মো. শামীম তার মেয়েকে বিয়ে দিচ্ছে খবর পেয়ে প্রশাসন সেখানে হাজির হয়। ১০ম শ্রেণির শিক্ষার্থী ১৬ বছর ৮ মাস ২৯ দিন বয়সী মেয়ের বিয়ের আসরে অনেক মানুষের উপস্থিতি ও সাজ-সজ্জিত অবস্থায় পাওয়া যায়।

এ সময় ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বয়স ১৮ না হওয়ায় বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি জানতে পেরে পাত্রপক্ষ বিয়ের আসরে আসা থেকে বিরত থাকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com