মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

বান্দরবানে ছাত্র পরিষদ’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে “শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা”

বান্দরবানে ছাত্র পরিষদ'র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে "শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা"

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ’র (পিসিসিপি) ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক শিক্ষার্থীদের মাঝে “শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৩টায় বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তন কক্ষে উক্ত শিক্ষা “সামগ্রী উপহার ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে পিসিসিপি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ’র সভাপতিত্বে জেলা দপ্তর ও প্রচার সম্পাদক মিছবাহ উদ্দীন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন বান্দরবান জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য জনাব মোহাম্মদ নাছির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে অন্তর্বর্তীকালীন বান্দরবান জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য জনাবা খুরশিদা ইসহাক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আসিফ ইকবাল, বিশেষ বক্তা হিসেবে পিসিসিপি ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান উপস্থিত ছিলেন।

এসম অতিথিবৃন্দ প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com