শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা::
বিজয়ের মাসে প্রথমবাররে মতো রাজধানী ঢাকা থেকে দার্জিলিং-সিকিমে সরাসরি বিআরটিসি বাস সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানী ঢাকা থেকে বিআরটিসি ও এনআর ট্রাভেলস এর ব্যানারে হুন্দাই ব্রান্ডের বিলাসবহুল, সুবিন্যস্ত ও আরামদায়ক এবং মাল্টি সাউন্ড সিষ্টেম সম্বলিত বাস দুটি বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দুই-দেশের দ্বি-পাক্ষিক চুক্তির মাধ্যমে ট্রায়াল রান শুরু হয়। ১৩ ডিসেম্বর ভারতের ফুলবাড়ী হয়ে শিলিগুড়ি পৌছাবে বাসদুটি। সেখানে ভারতীয় আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় প্রতিনিধি দলের সমন্বয়ে আজ শনিবার (১৪ ডিসেম্বর) সিকিমের রাজধানী গ্যাংটকে পৌছাবে উভয় দেশের প্রতিনিধি দল এবং আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৭ ডিসেম্বর বাংলাদেশে ফিরবে।
ঢাকা সিকিম ও দার্জিলিং রুটের বর্তমান অবস্থা পর্যটক সুবিধা ও নিয়মিত বাস চলাচলের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দুদেশের সৌহার্দপূর্ণ এ যাত্রা শুরু হল। ট্রায়াল রানের পরপরই আনুষ্ঠানিকভাবে নিয়মিত বাস চলাচল শুরু হবে। যার ফলে এখন থেকে দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত পর্যটকরা নিয়মিত এ বাস সার্ভিসে যাতায়াত করতে পারবে। নতুন এই বাস সার্ভিস চালু হলে ভারতের এই দুটি পর্যটন গন্তব্যে আগের চেয়ে কম সময়ে, কম খরচে, অনেক সহজে ও আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন দেশের ভ্রমণ পিপাসুরা।
এ সময় বাংলাদশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন-বাংলাদেশ সড়ক ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব বাবু চন্দন কুমার দে, বাংলাদেশ সড়ক ও মহাসড়ক বিভাগ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন চেয়ারম্যান এহছানে এলাহী, অতিরিক্তি সচিব, বাংলাদশে অপারেটর এনআর ট্রাভেলস্ এর ব্যবস্থাপনা পরিচালক বাবু শুভংকর ঘোষ রাকেশ ও শ্যামলী এনআর ট্রাভেলস এর ব্যবস্থাপক বিপুল মুখার্জী।
মোট ১ হাজার ১৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিকিম পৌঁছাবে বাসদুটি। পাঁচ দিনের সফর শেষে ১৭ ডিসেম্বর দেশে ফিরে আসবে বাসদুটি। বিআরটিসির চেয়ারম্যান এহছানে এলাহী জানান, ঢাকা সিকিম-দার্জিলিং রুটের বর্তমান অবস্থা, পর্যটক সুবিধা ও নিয়মিত বাস চালু করতেই ট্রায়াল রানটি চালানো হবে। এই রুট সদ্য বাংলাদেশের নাগরিক ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।