বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
তেতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা::
তেতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। বাংলাবান্ধা ল্যান্ড কাস্টমস ষ্টেসনের আয়োজনে রবিবার সকালে দিবসটি উপলক্ষ্যে বাংলাবান্ধা বন্দর শুল্ক ষ্টেসন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি জিরো পয়েন্ট প্রদক্ষিন করে শুল্ক ষ্টেসনে এসে শেষ হয়। পরে বাংলাবান্ধা স্থলবন্দর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় কাস্টমসের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট ও শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন।
কাস্টমস সুপার শামছুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেসনের উপ-কমিশনার ফাহাদ আল ইসলাম, কাষ্টম সুপার রহমত আলী, সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম, আ. কুদ্দুস, আফতারুল ইসলাম, সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারন সম্পাদক নাসিমুল হাসান নাসিম, বন্দর ব্যবস্থাপক মামুন সোবহান, ইমিগ্রেশন ওসি মোকলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।