শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও॥ বেগম খালেদা জিয়ার কারা মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে লক্ষাধীক গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়ালের কাছে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ও বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুর রহমান লাবু এই স্মারক লিপি হস্তান্তর করেন। এর আগে বিএনপির নেতাকর্মীরা স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসন চত্তরে গেলে পুলিশ বাঁধা দেয়।
বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নিঃস্বার্থ মুক্তির জোর দাবি জানায় এবং তার ওপর সব ধরনের নির্যাতন মূলক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সরকারকে আহ্বান জানায়।