শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

পিতার যাবজ্জীবন ও পুত্রের ফাঁসির আদেশ

রাজবাড়ী প্রতিনিধি:: রাজবাড়ীতে চাঞ্চল্যকর ঠান্ডু হত্যা মামলায় পিতা কে যাবজ্জীবন ও পুত্রকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আমিনুল হক এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলো, জেলা সদরের ডাঙ্গীপাড়া বেথুলিয়া এলাকার মিরাজ উদ্দিন সরদার (৭০) ও তার ছেলে রবিউল সরদার (২৯)।

পিপি এ্যাডভোকেট উজির আলী জানান, ২০১৩ সালে ছাগলে গাছ খাওয়া কে কেন্দ্র করে সালিশে ঠান্ডুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ঠান্ডুর বড় ভাই মোঃ লিটন বাদী হয়ে মামলা দায়ের করে। পরে ৬জনের বিরুদ্ধে চার্জশিট জমা হয়। এদের মধ্যে দোষী প্রমাণিত হওয়ায় পিতা মিরাজ উদ্দিন সরদার (৭০)কে যাবজ্জীবন ও ছেলে রবিউল সরদার (২৯)কে ফাঁসির আদেশ ও বাকী চার জনকে বেখুসুল খালাশ দিয়েছেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com