রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনে কাজ চলছে: পার্বত্য উপদেষ্টা

পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনে কাজ চলছে: পার্বত্য উপদেষ্টা

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: সারাদেশের মতো পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।

পার্বত্য উপদেষ্টা বলেন, তিন পার্বত্য জেলার মানুষের একটাই দাবি ভূমি কমিশনকে কার্যকরী করা। এ প্রেক্ষিতে পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনে ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ভূমি কমিশনে নিয়োগের কাজ চলছে।

তিনি বলেন, সর্বত্রই এখন ভূমি সমস্যা। আর এ সমস্যা নিরসনে সরকারি আইন মোতাবেক স্থানীয় প্রশাসন যথাযথ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।

এ সময় পাহাড়ের সকল সম্প্রদায়ের জন্য সরকারি সকল সুযোগ সুবিধা ন্যায্যতার ভিত্তিতে প্রদান করা এবং মানসম্মত শিক্ষা ও উন্নয়ন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন পার্বত্য উপদেষ্টা।

এদিন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১ কোটি টাকা ব্যয়ে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এর বাস্তবায়নে ৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সল উদ্দিনসহ জেলার বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com