মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

নেত্রকোণায় উপনির্বাচনে আ’লীগের জোর প্রচারণা

নেত্রকোণা প্রতিনিধি:: নেত্রকোণা সদর উপজেলায় আট নং দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে।

উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান মাস্টারের পক্ষে জোর প্রচারণা চালাচ্ছে নেত্রকোণা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দফায় দফায় চলছে উঠান বৈঠক গণসংযোগ।

প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন (ভিপি লিটন)।ভোটারদের নৌকার পক্ষে উদ্ভুদ্ধ করতে ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছেন হাট-বাজার পাড়া-মহল্লায়। প্রচারণার সুবিধার্থে ওয়ার্ড ভিত্তিক টিম গঠন করে চালাচ্ছেন নৌকার পক্ষে প্রচারণা। জেলার নেতৃবৃন্দকে নিয়ে করছেন উঠান বৈঠক।

তারই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় মহিষআটি গ্রামে উঠান বৈঠকের আয়োজন ওয়ার্ড আওয়ামী লীগ। এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন (ভিপি লিটন) নেত্রকোণা পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও সাবেক জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মজিবুল আলম হীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান রনি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত বক্তারা ভোটারদের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন।

উল্লেখ্য, গত ১৩ই ফেব্রুয়ারী ২০২৩ দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। যার ফলে চেয়ারম্যান আসনটি শুন্য হওয়ায় ২৫মে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এডভোকেট আব্দুর রহমান মাস্টার সহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com