শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি:: পাবনায় নিজ বাড়ির ছাদে শাহেদ হাসান শুভ (২২) নামে এক ছাত্রলীগকর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর এলাকার নারায়ণপুরের নিজ বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শুভ পাবনা পৌর সদরের নারায়নপুর উত্তরপাড়া মহল্লার আরশেদ আলমের ছেলে।
নিহত শুভ’র বড় ভাই ও সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাশেদ আলী সোহেল জানান, এইচএসসি ফেল করার পর নিজ বাসার নিচেই শুভকে পরিবারের পক্ষ থেকে মুদিখানা দোকান করে দেয়া হয়। প্রতিদিন রাত ১টার দিকে বাসায় ফেরে শুভ। তার কাছে বাসার কলাপসিবল গেটের একটা চাবি থাকে।
সোমবারও অনেক রাত পর্যন্ত বেচাকেনা শেষে বাসায় ফেরে শুভ। আজ সকালে শুভকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে বাসার ছাদে শুভকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়া হয়।
সোহেল হাসান আরও জানান, সোমবার রাতে শুভ’র কাছে দু’জন অতিথি এসেছিলেন। তাদের তিনি চিনতে পারেননি। ভেবেছিলেন শুভ’র পরিচিত বন্ধু হবে। নিহত শুভ কিছুদিন আগ পর্যন্ত ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল। পরিবারের চাপে সম্প্রতি রাজনীতি ছেড়ে ব্যবসায় জড়িত হয়। এতে ক্ষুদ্ধ হয়ে পূর্ববিরোধের জেরে পরিচিত কেউ তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। কারা, কীভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।