বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

নিজেদের জীবন রক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বিজিবি

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি::

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জব্দকৃত গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় চোরাকারবারী ও বিজিবির সদস্যদের মাঝে হতাহতের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।

মঙ্গলবার রাত ১০টায় বিজিবি ক্যান্টিনে সংবাদ সম্মেলনে উক্ত হতাহতের ঘটনার বিষয়ে প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য পড়ে শোনান ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মো: মাসুদ।

তিনি লিখিত বক্তব্যে বলেন, চোরাকারবারিরা পরিকল্পনা মূলক ভাবে জব্দকৃত গরু বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধারালো দেশিয় অস্ত্র নিয়ে বিজিবির সদস্যদের উপর চোরাকারবারিরা হামলা করলে নিজেদের জীবন রক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বিজিবি। বিজিবির ছোড়া গুলিতে ৩ চোরাকারবারি নিহত ও ৫ জন বিজিবির সদস্য আহত হয়।

তিনি আরো বলেন, উক্ত ঘটনায় ইন্ধনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে।

এই ঘটনায় হরিপুর বেতনা সীমান্তের বহরমপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিজিবি সদস্যদের বিচার দাবি করেন নিহতদের পরিবার ও এলাকাবাসী।

অপরদিকে, প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছেন জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম।

উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১ টায় ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় বিজিবি’র জব্দকৃত গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় চোরাকারবারি ও বিজিবি’র সংর্ঘষের সময় গুলিতে ৩ জন নিহত ও ১৬ জন সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়। এসময় ৫ জন বিজিবি’র সদস্য আহত হয়। গুলিবিদ্ধরা দিনাজপুর মেডিকেল কলেজ ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com