মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

নানা আয়োজনে লায়ন গনি মিয়া বাবুল এর জন্মদিন উদযাপন

অনলাইন ডেস্ক॥
সাহিত্যিক, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর ৫৪তম জন্মদিন নানা আয়োজনে ৬ মে বিকালে ঢাকার পুরানাপল্টনস্থ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ৫১,৫১/এ পুরানা পল্টন, ঢাকায় উদযাপন করা হয়।

এ উপলক্ষে কবিসংসদ বাংলাদেশ ও ৫৪তম জন্মোৎসব উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে ‘মানবতার কল্যাণে কাজ করায় মানুষের জন্মের স্বার্থকতা’ শীর্ষক আলোচনা সভা, কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা প্রদান প্রভৃতি কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি নাসির আহমেদ। কবি শাফীকুর রাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, কবিসংসদ বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি কবি আসাদ কাজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবি নাহিদ রোকসানা, কবি কুমার সুশান্ত সরকার, জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী সভাপতি শাজাহান মোল্লা, দৈনিক বঙ্গজননীর সম্পাদক কামরুজ্জামান জিয়া, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল ও জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার মজুমদার।

কবিসংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক এর সঞ্চালনায় লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আইন উদ্দিন আহমেদ, কথাসাহিত্যিক হালিমা বেগম, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল সরকার, কবি ইকবাল হোসেন, কবি শাখের বিপ্লব, প্রকাশক সাহেদ বিপ্লব, কণ্ঠশিল্পী নীলা চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থার দপ্তর সম্পাদক মোঃ রাব্বি মোল্লা, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, পাক্ষিক ইতি কথার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ নুরুল ইসলাম বাবুল, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর সাহিত্য সম্পাদক মো. সাহিদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কবি নাসির আহমেদ বলেন, লায়ন মোঃ গনি মিয়া বাবুল মানবিক গুণাবলিতে উজ্জীবিত একজন শৃজনশীল মানুষ। তিনি দীর্ঘদিন যাবত মানবতার কল্যাণে কাজ করে আসছেন। মানবতার কল্যাণে কাজ করাই জন্মের স্বার্থকতা।লায়ন মোঃ গনি মিয়া বাবুল তাঁর বক্তব্যে বলেন, আমি আজীবন মানবতার কল্যাণে কাজ করতে চাই। তিনি প্রত্যেককে সামর্থ অনুযায়ী অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com