বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৯.৬ ডিগ্রি

পঞ্চগড় প্রতিনিধি:: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে এখন হাড়কাপা শীতের দাপট চলছে। ভোরে সূর্যের রোদ ছড়ালেও কমেনি শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠাণ্ডায় কাবু হয়ে পড়ছে এখানকার মানুষ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এর আগে ভোর ৬টায় এখানে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিলো।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় এখানে তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এসব তথ্য জানান।

এদিকে, শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে সকালেই কাজে যেতে দেখা যায় এ অঞ্চলের শ্রমজীবী মানুষদের। পাথর শ্রমিকরা নদীতে বরফ জলের মধ্যেই নেমে পড়েন কাজে।

অপরদিকে, শীতের কারণে বিভিন্ন শীতজনিত রোগ ব্যাধি বেড়েছে।

স্থানীয়রা জানান, বিকেলের পর হিমেল বাতাসে শীতের মাত্রাটা বেশি বাড়ে এখানে। রাত বাড়তে থাকলে শীতও বৃদ্ধি পায়। তবে সকাল ১০টা থেকেই তাপমাত্রা বেড়ে দিনের তাপমাত্রা সহনীয় থাকছে।

জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, প্রতি বছর এ জেলায় শীত বেশি থাকে। এবারও শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শীতবস্ত্র চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। প্রকৃত গরীব, অসহায় ও শীতার্তদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com