বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.৫ ডিগ্রি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমছেই। সপ্তাহজুড়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।

এর আগে গতকাল সোমবার ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, রোববার ১০ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেন।

আবহাওয়া অফিসের গত সপ্তাহের তাপমাত্রার পরিসংখ্যান অনুযায়ী, হিমালয়কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা কমছেই। এছাড়া গত দু’সপ্তাহ ধরে ৯-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো: রোকনুজ্জামান বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেশের সবোর্চ্চ বরফ আচ্ছাদিত পর্বতশৃঙ্গ কাঞ্জনজঙ্ঘার দূরত্ব ১৩৭ কিলোমিটার, শৈল্যশহর দার্জিলিং শহরের দূরত্ব ১০০ কিলোমিটার এবং বাংলাবান্ধা জিরোপয়েন্টের নিকটবর্তী শিলিগুড়ির দূরত্ব ১৫ কিলোমিটার হওয়ায় অনেকটা হিমালয়ের হিমবাহের প্রভাব পড়ে। যে কারণে হিমেল বাতাসের সাথে কনকনে হাঁড় কাঁপানো শীত অনুভুত হচ্ছে।

এদিকে শীতের তীব্রতা বাড়ায় ছিন্নমূল মানুষ শীত নিবারণের জন্য খড়-কুটা জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। অপরদিকে সর্দি, কাঁশি-জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ নানান রোগে শিশু-কিশোরসহ বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে।

হাসপাতালের সূত্রে জানা যায়, প্রতিদিন শীতজনিত রোগে শিশুরা ডায়ারিয়া, নিউমোনিয়া, সর্দি-কাঁশিতে আক্রান্ত হচ্ছে।

হাসপাতালের সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে বর্হিবিভাগে ২৫০-৩০০ জন রোগী চিকিৎসা নিচ্ছে এবং আন্তঃবিভাগে ১০-১৫ জন আক্রান্ত মা ও শিশু রোগী ভর্তি হচ্ছে। শীতের তীব্রতা বৃদ্ধির কারণে হাসপাতালের বহিঃবিভাগ ও আন্তঃ বিভাগে ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যাই বেশি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: মো: মাসুদ পারভেজ বলেন, হাসপাতালে প্রয়োজনীয় মেডিক্যাল অফিসার ও জনবল সঙ্কট থাকার পরও রোগীদের যথাসাধ্য চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। কিন্তু হাসপাতালে কোনো শিশু-বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত মা ও শিশু রোগীদের চিকিৎসাসেবা প্রদানে কিছুটা হিমসীম খেতে হচ্ছে। তিনি তেঁতুলিয়া হাসপাতালে একজন শিশু-বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রয়োজনীয় মেডিক্যাল অফিসার নিয়োগদানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com