শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ের হতদরিদ্র পরিবারের নারী সদস্যদের মাঝে আর্তসামাজিক উন্নয়নের লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে বিনামূল্যে বকনা গরু বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষে রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম অফিসার লিওবার্ট চিসিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্বাস আলী, সাংবাদিক এস, এম জসিম উদ্দিন, নাহিদ রেজা, চ্যানেল এস এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, প্রোগ্রাম অফিসার সুসময় মানখিন ও হতদরিদ্র পরিবারের সদস্য লিপি অাখতার। অনুষ্ঠানে জানানো হয়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোহিতায় ঠাকুরগাঁঁও সদর উপজেলার নারগুন, বেগুনবাড়ি, রহিমানপুর ইউনিয়ন ও পৌরসভার ৭.৮.৯. তিনটি ওর্য়াডে বাছাইকৃত হতদরিদ্র পরিবারের ২৫৫ নারী সদস্যকে গাভী পালনের উপর সপ্তাহব্যাপী প্রশিক্ষণ প্রদান শেষে তাদের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে একটি করে বকনা গরু বিতরণ করা হবে। এ গরু পালনের মধ্য দিয়ে প্রতিটি পরিবার তাদের আর্তসামজিক উন্নয়নের বিশেষ ভূমিকা রাখবে বলে জানানো হয়।