বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপরে পুরস্কার বিতরণ উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিলাব্রত কর্মকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ভুপেন্দ্র নাথ মুখার্জী, সরকারি কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহে বিএনসিসি ক্যাটাগরিতে ৩১জন, সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিতে ৫৫ জন ও সৃজনশীল মেধা অন্বেষণে ১২জনকে পুরস্কার প্রদান করেন অতিথিরা।