বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিজিবি কর্তৃক ৩ জনকে হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

dav

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::

ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী উপজেলা হরিপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গুলিতে তিনজনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে অপরাধীদের গ্রেফতার ও আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতদের স্বজন ও এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) উপজেলার সামনে দুপুরে মানববন্ধন ও বিক্ষোভে শিক্ষক, ছাত্র ও এলাকাবাসীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহন করেন।

মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক লীগের সভাপতি নওরোজ কাওসার কানন ও সাধারণ সম্পাদক সোহেল রানা, শিক্ষক শাহানসাহ ইকবাল, জাকারিয়া আজম ডন, সাবেক ছাত্র লীগের যুগ্ম সম্পাদক মোঃ তারেক আজিজ, শিক্ষার্থী সাহিদা মনিকা সুজন ও সুরভীসহ অনেকে।

মানববন্ধনে অংশগ্রহনকারী ব্যক্তিরা বলেন, ঠাকুরগাঁও ও হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার মানুষেরা চোর না, আমরা কাজ করে জীবিকা নির্বাহ করি। কি দোষ ছিল আমাদের এই মানুষদের? কেন হত্যা করা হল আমাদের এলাকার এই তিনজন নিরীহ মানুষকে? আমরা জানতে চাই। নৃশংসভাবে হত্যাকারী বিজিবি সদস্যদের ফাঁসি চাই। মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে সেগুলো পরিবারের কাছে হশÍান্তর করা হয়। এ সময় বহরমপুর ও রুহিয়া গ্রামসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনদের কান্নায় চারপাশের বাতাস ভারি হয়ে ওঠে।এদিকে সকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা দেয় হরিপুর উপজেলা নির্বাহী অফিসার।

গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামে বিজিবির গুলিতে পথচারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২০ জন।

নিহতরা হলেন- উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নবাব (৩০) (পথচারী), একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাদেক (৪০) (পথচারী) ঘটনাস্থলে মারা যায়। অপরদিকে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসার জন্য দিনাজপুর যাওয়ার পথে বহরমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে জয়নুল (১২) নিহত হয়।

গুলিবিদ্ধরা হলেন- বহরমপুর গ্রামের বাবু (২৮), মিঠুন (১৮), ইসাহাক (৩৫), রাসেল (১৬), সাদেকুল, মুনতারা (৪৫), নওসাদ (২৫), আঃ হান্নান (৬০), জয়গুন (৩৫), নুর নেহার (৬০), তৈমুর (২৫), সিংহাড়ী গ্রামের আফসারুল (২৮) ও সোহেলসহ প্রায় ২০ জন।

ঘটনা সূত্রে জানা যায়, বহরমপুর গ্রামের হবিরর রহমান গত ১৭ দিন আগে রানীশংকৈল উপজেলার নেকমরদ হাট থেকে দুটি গরু ক্রয় করে। সেই গরু মঙ্গলবার সকালে স্থানীয় যাদুরানী বাজারে বিক্রি করার জন্য বাড়ী থেকে বের হয়ে যাদুরানী মহাবিদ্যালয়ের সামনে পৌছালে বেতনা ক্যাম্পের বিজিবি’র সদস্যরা ভারতীয় গরু মনে করে রাস্তা থেকে ভটভটিসহ গরু দুইটি আটক করে ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়। গরু বহনকারী ভটভটিসহ গরু দুটি হবিরর রহমানের বাড়ির সামনে পৌঁছালে হবিবর রহমানের পরিবারের লোকজন গাড়িটি আটকিয়ে বিজিবি’র কাছে জানতে চায় কি কারণে তাদের গরু আটক করা হলো। উত্তরে বিজিবি সদস্যরা বলেন ভারতীয় গরু তাই আটক করা হয়েছে।

এসময় গরুর মালিক গরু ক্রয়ের কাগজপত্র বিজিবিকে দেখায়। তবুও বিজিবি সদস্যরা গরু দিতে অস্বীকৃতি জানালে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিবারের লোকজন বিজিবি’র কাছ থেকে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে উপস্থিত বিজিবি সদস্যরা এলোপাথারী গুলি চালায়। এতে ৩ জন নিহত ও প্রায় ২০জন গুলিবিদ্ধ হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com