শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিতো কর্মসূচির অংশ হিসেবে সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরন করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
১ এপ্রলি রোবাবার বেলা ১২ টার দিকে জেলা বিএনপির আয়োজনে তাদের নিজেস্ব কার্যালয়ের সামনে থেকে সাধারন মানুষ,পথচারি,ব্যাবসায়ী সহ সকল স্থরের মানুষের দারে দারে এই লিফলেট বিতরণ করেন স্থানীয় জেলা বিএনপির নেতাকর্মীরা।
লিফলেটে উল্লেখ করেন : খালোদা জিয়াকে মিথ্যা অভিযোগে কারাগারে আটক রাখা হয়েছে। হাইকোর্ট জামিন পেলেও ৭৩ বছর বয়সী এই অসুস্থ নেত্রীর জামিনের আপীল শুনানীর জন্য দেড় মাসেরও বেশী সময় দেয়ার ঘটনাকে প্রবীন আইনজীবীগণ অস্বাভাবিক ও অভূতপূর্ব বলে বর্ণানা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত করার সরকারী অপচেষ্টার ত্রীব্য নিন্দা জানিয়ে অবিলম্বে তার এবং অন্যান্য সব নেতা কর্মীদের মুক্তির দাবী করছি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ সভাপতি নূর করিম,সাংগঠনিক সম্পাদক নূরনবি,যুবদলের সভাপতি আবু নূর,মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহার প্যারিস সহ জেলা বিএনপির সকল নোতর্মীরা।