শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

ট্রাক্টর চাপায় শিশু শ্রেণির ছাত্র অন্তর নিহত, বিষপানে কলেজ ছাত্র সোহেলের আত্মহত্যা

দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
স্কুলে যাওয়ার পথে বালু বোঝাই ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে আমবাড়ী মেরিগোল্ড কিন্ডার গার্টেন স্কুলের শিশু শ্রেণির ছাত্র অন্তর (৫) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৯ আগষ্ট রোববার সকাল সাড়ে আটটায় জেলার পার্বতীপুর উপজেলার আমবাড়ী বাজারের দলিলুর রহমানের দোকানের সামনে। সংবাদ পেয়ে পার্বতীপুর থানা পুলিশ ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে স্বজনদের হাতে হস্তান্তর করেছে। তবে চালক বা হেলপারকে কেউ আটক করতে পারেনি। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে আটটায় অন্তর ভ্যানযোগে নিজ বাড়ী চিরিরবন্দর উপজেলার বিশ্বনাথপুর হতে আমবাড়ী মেরিগোল্ড কিন্ডার গার্টেন স্কুলে যাওয়ার পথে আমবাড়ী বাজারের দলিলুর রহমানের দোকানের সামনে একটি বালু বোঝাই ট্রাক্টর পিছন থেকে ভ্যানকে ধাক্কা দিলে অন্তর ছিটকে রাস্তায় পড়ে যাওয়ার সাথে সাথে ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় চালকসহ ট্রাক্টর মালিকের শাস্তির দাবীতে সকাল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক অবরোধ করে প্রতিবাদ করলে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের সমঝোতায় অবরোধ তুলে নেয়। ওই স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফ জানান, আগামীকাল হতে স্কুল বন্ধ দেয়া হবে। এর একদিন আগে এ রকম মর্মান্তিক দুর্ঘটনা এলাকাসহ তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহত অন্তর চিরিরবন্দর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মধ্য হিন্দু পাড়া গ্রামের কুমোদ চন্দ্র রায়ের পুত্র। অপরদিকে চিরিরবন্দর সরকারি ডিগ্রী কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র ও দক্ষিন সুকদেবপুর গ্রামের আজিজার রহমানের পুত্র সোহেল রানা প্রেম ঘটিত কারনে পাঁচদিন পূর্বে বিষপান করে। প্রথমে পরিবারের সদস্যরা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়। সেখানে চিকিৎসা চলাকালীন ক্রমান্বেয়ে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের ছাড়পত্র নিয়ে বাড়ী ফেরার পথে সিরাজগঞ্জে মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com